01609366669 Saifonix BD অনলাইন শপে আপনাকে স্বাগতম || 🔔 saifonixbd — সব ইলেকট্রনিক্স পণ্যে ১০% থেকে ৫০% পর্যন্ত বিশাল ছাড়! ⚡ এখনই অর্ডার করুন — সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি 🚚, তাই অর্ডার করুন নিশ্চিন্তে ধন্যবাদ||

0 item

৳ 0

whatsapp--v1
  • Home
  • Privacy Policy

Privacy Policy

Privacy Policy

🔒 গোপনীয়তা নীতিমালা (Privacy Policy) – SaifonixBD SaifonixBD-এ আমরা আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। এই নীতিমালায় বর্ণিত হয়েছে কিভাবে আমরা আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষা করি — আমাদের অনলাইন ও অফলাইন উভয় সেবার ক্ষেত্রে।

🧾 ১. আমরা যেসব তথ্য সংগ্রহ করি আমরা আপনার কাছ থেকে নিচের ধরণের তথ্য সংগ্রহ করতে পারি – নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ডেলিভারি ঠিকানা ও পেমেন্ট সম্পর্কিত তথ্য আপনার অর্ডার ইতিহাস, ফিডব্যাক বা সার্ভে উত্তর ওয়েবসাইট ব্যবহারের তথ্য (যেমন: ব্রাউজিং ডেটা, কুকিজ ইত্যাদি)

💡 ২. তথ্য সংগ্রহের উদ্দেশ্য আমরা আপনার তথ্য ব্যবহার করি শুধুমাত্র নিচের উদ্দেশ্যে – অর্ডার প্রসেস ও পণ্য ডেলিভারি নিশ্চিত করতে গ্রাহক সহায়তা ও যোগাযোগের জন্য পেমেন্ট ভেরিফিকেশন ও রিফান্ড প্রক্রিয়ার জন্য ওয়েবসাইট উন্নয়ন ও ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে প্রমোশন, অফার বা আপডেট পাঠানোর জন্য (শুধুমাত্র আপনার অনুমতিতে)

🛡️ ৩. তথ্যের সুরক্ষা আমরা আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখি। আপনার তথ্য কোনোভাবেই তৃতীয় পক্ষের কাছে বিক্রি, ভাড়া বা প্রকাশ করা হয় না — তবে নিচের ক্ষেত্রে সীমিতভাবে শেয়ার হতে পারে: কুরিয়ার বা ডেলিভারি সার্ভিস (শুধুমাত্র ডেলিভারির জন্য প্রয়োজনীয় তথ্য) পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক (লেনদেন যাচাইয়ের জন্য)

📱 ৪. কুকিজ (Cookies) আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করা হয় ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য। আপনি চাইলে ব্রাউজারের সেটিংস থেকে কুকিজ বন্ধ করতে পারবেন, তবে এতে কিছু ফিচার সীমিত হতে পারে।

🔁 ৫. তথ্য সংরক্ষণ ও মুছে ফেলা আপনার একাউন্ট বা অর্ডার সম্পন্ন হওয়ার পরও আমরা আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত তথ্য সংরক্ষণ করি। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন।

⚠️ ৬. তৃতীয় পক্ষের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে অন্য কিছু ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। ওই সাইটগুলোর প্রাইভেসি নীতির জন্য SaifonixBD দায়ী নয়। আমরা আপনাকে পরামর্শ দিই, যেকোনো বহিরাগত ওয়েবসাইট ব্যবহারের আগে তাদের নীতিমালা পড়ে নিতে।

🔄 ৭. নীতিমালার পরিবর্তন SaifonixBD যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই প্রাইভেসি নীতিমালা আপডেট করতে পারে। পরিবর্তন হলে তা ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

📞 ৮. যোগাযোগ করুন যদি এই প্রাইভেসি নীতিমালা সম্পর্কে কোনো প্রশ্ন বা অনুরোধ থাকে, যোগাযোগ করুন – 📞 01609366669 ✉️ info@saifonixbd.com 🌐 www.saifonixbd.com 🏬 অফলাইন শোরুম SaifonixBD শোরুম 📍 মাদানি অ্যাভিনিউ, ভাটারা ১০০ ফিট রোড, ঢাকা ১২১২ 🕒 সময়: প্রতিদিন সকাল ১০টা – রাত ৯টা