01609366669 Saifonix BD অনলাইন শপে আপনাকে স্বাগতম || 🔔 saifonixbd — সব ইলেকট্রনিক্স পণ্যে ১০% থেকে ৫০% পর্যন্ত বিশাল ছাড়! ⚡ এখনই অর্ডার করুন — সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি 🚚, তাই অর্ডার করুন নিশ্চিন্তে ধন্যবাদ||

0 item

৳ 0

whatsapp--v1
  • Home
  • Term And Condition

Term And Condition

Term And Condition...

📜 শর্তাবলী – SaifonixBD SaifonixBD হলো বাংলাদেশের একটি বিশ্বস্ত অনলাইন ও অফলাইন ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স স্টোর। আমাদের ওয়েবসাইট www.saifonixbd.com এবং অফলাইন শপ ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন। দয়া করে ব্যবহারের আগে এই শর্তগুলো ভালোভাবে পড়ে নিন।

১. সাধারণ তথ্য SaifonixBD অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই পণ্য বিক্রি করে থাকে। আমাদের সব পণ্যের দাম, বিবরণ এবং স্টক সময় ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে, যার পূর্বে কোনো নোটিশ দেওয়া নাও হতে পারে।

২. পণ্যের তথ্য আমরা চেষ্টা করি সব পণ্যের ছবি, বিবরণ ও স্পেসিফিকেশন সঠিকভাবে উপস্থাপন করতে। তবে আলোর প্রভাব, সরবরাহকারীর পরিবর্তন বা প্যাকেজিংয়ের কারণে সামান্য ভিন্নতা থাকতে পারে। SaifonixBD প্রয়োজনে কোনো পণ্য পরিবর্তন বা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

৩. অর্ডার ও পেমেন্ট অনলাইন অর্ডার: প্রিপেমেন্ট অর্ডার কেবলমাত্র সফল পেমেন্টের পর কনফার্ম করা হয়। সারাদেশে বেশিরভাগ জায়গায় ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা রয়েছে। অফলাইন ক্রয়: দোকান থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে নগদ টাকা, মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়। দোকানে পণ্যের প্রাপ্যতা অবস্থানভেদে পরিবর্তিত হতে পারে। SaifonixBD কোনো অর্ডার বাতিল করতে পারে যদি স্টক না থাকে বা পেমেন্ট সম্পূর্ণ না হয়।

৪. ডেলিভারি ও শিপিং অনলাইন অর্ডারের সাধারণ ডেলিভারি সময় ২–৭ কর্মদিবস। কুরিয়ার বিলম্ব, প্রাকৃতিক দুর্যোগ বা পরিবহন সমস্যার জন্য বিলম্ব হলে SaifonixBD দায়ী থাকবে না।

৫. রিটার্ন ও রিফান্ড পণ্য ত্রুটিপূর্ণ, ক্ষতিগ্রস্ত বা ভুল ডেলিভারি হলে রিটার্ন গ্রহণ করা হয়। পণ্য পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে। রিফান্ড (যদি প্রযোজ্য হয়) ৭–১০ কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াজাত করা হয়। অফলাইন ক্রয়ের ক্ষেত্রে মূল রশিদ সঙ্গে আনতে হবে।

৬. ওয়ারেন্টি কিছু পণ্যে ম্যানুফ্যাকচারার বা সার্ভিস ওয়ারেন্টি থাকতে পারে। ওয়ারেন্টির বিস্তারিত পণ্যের পেইজ বা ইনভয়েসে উল্লেখ থাকবে। SaifonixBD আলাদা কোনো অতিরিক্ত ওয়ারেন্টি প্রদান করে না, যদি না স্পষ্টভাবে উল্লেখ থাকে।

৭. প্রাইভেসি ও সিকিউরিটি আমরা আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। আপনার তথ্য কেবলমাত্র ডেলিভারি, পেমেন্ট বা ওয়ারেন্টি সংক্রান্ত কাজে ব্যবহার করা হয় — অন্য কারও সঙ্গে শেয়ার করা হয় না।

৮. দায় সীমাবদ্ধতা পণ্যের ভুল ব্যবহার, ইনস্টলেশন সমস্যা, বা কুরিয়ার বিলম্বজনিত কোনো ক্ষতির জন্য SaifonixBD দায়ী থাকবে না।

৯. শর্তাবলীর পরিবর্তন SaifonixBD যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।

১০. যোগাযোগ করুন 📞01609366669 ✉️ info@saifonixbd.com 🌐 www.saifonixbd.com

🏬 অফলাইন শোরুম SaifonixBD শোরুম 📍 মাদানি অ্যাভিনিউ, ভাটারা ১০০ ফিট রোড, ঢাকা ১২১২ 🕒 সময়: প্রতিদিন সকাল ১০টা – রাত ৯টা